ঐ স্বাধীন আকাশ, দীপ্ত প্রকাশ ,
জয়কারে ভরে ! আলো-বাতাস ;
সুখ্যাতির প্রতিধ্বনি যায় শোনা -
সে নাম ! সুনামী নেতার, অগোনা ।


এ যে যৌবন রূপ ! আজ দেশের –
কুড়ায় প্রশংসা ! হাজারো বিশ্বের ।
উদ্ভাসিত দিগন্ত উজ্জ্বলতায় নানা ,
সার্থক তায় স্বাধীনতা লাভ ! মানা ।


অদ্য শ্রীবৃদ্ধি ,কত শত নেতার !
এদিকে অধঃমুখে পড়ে বেকার ।
আজ জ্বলে না ঘরে- উনুন তার ,
নীরবে ক্ষুধায় করে হাহাকার !


পী, এইচ, ডী, ডিগ্রী, তাঁর ও মন -
চপরাসীর চাকরী, করে আবেদন !
আরো হাজারো সংখ্যায় সমতালে
নেই ভেদাভেদ আবেদন কালে !
কোটিতে বেরোজগার কোথা যায় ,
যদি এই যৎসামান্য পদটি পায় !!


(ইং-৩১-০৮-২০১৮)
*-উত্তর প্রদেশে, চপরাসীর ৬২-পদ, অভ্যর্থী- মোট-৯৩,০০০ জন । ৫০-হাজার স্নাতক, ২৮-হাজার পরাস্নাতক,
৩৭৪০ পী,এইচ,ডী । ইংজীনিয়র ,এমবিএ ও প্রচুর আছে ।
*-স্রোত > হিন্দী পত্রিকা-(ইং-৩১-০৮-২০১৮)