ভৌগলিক সীমার বন্ধনে দেশ
জনতা প্রগতি করিছে অশেষ ,
প্রাচীনে ছিল না, এমনটা সহজ-
না ছিল স্থিরতা, না-শান্তির যোগ !

একে, অপরের দেশ অধিকার -
হুড়োহুড়ি কেবলি তা’ কাড়িবার !
খাই-খাই, মার-মার, ছিল রব -
ছিল না নির্ভয়ে ,বাঁচা সম্ভব !
কে কত পারে, মেরে-কেটে ,
নিত শক্তিধর,-নিজ হিতে বেটে ।

এখন সভ্য মানব, মিলেমিশে -
সুখে বসবাস, নিজ-নিজ দেশে ,
তবু কোথাও ধরেছে- ঘুণপোকা -
অভাবে দেশ ,নয় সুখের দেখা !


সমাজের মঙ্গল, সুকর্মই কারণ -
চাই দেশ কাজে, তন-মন-অর্পণ ।
সুখের অন্বেষণে –সময় সামনে -
জ্ঞানী গুণী কর্মঠ, মিলে এক সনে ,
সারিলে কার্য দেশের, সর্বহিতে -
বর্ষিবে শান্তি-সুখ, স্বদেশ ভিতে ।

(ইং-১৭-০২-২০১৮)