আজ মহল, দুর্গ সুরক্ষিত নয় ,
মিসাইলের রেঞ্জ্-পাড়ি, বিশ্বময় !
প্রস্তর, লৌহের দৃঢ় বেড়াজাল ,
গুঁড়িয়ে ভাঙ্গে কংক্রিট দেয়াল !


মানবের বিকৃতি, মহাবিনাশ ,
ধ্বংসতে যুদ্ধ, নিজের সর্বনাশ !
এক পক্ষ নিদারুণ সে যুদ্ধবাজ ,
ডেকে আনে, অশান্তির সমাজ ।


মূর্খের হদ্দ ! নির্বোধের শেষ ,
মানুষ মেরে আনন্দ অশেষ !
অতীতে ছিল বিশৃঙ্খল সংসার ,
পাশবিক বিচার হিংসা নষ্টাচার ।


অজস্র ঝড়ঝামটা রক্ত ক্ষয়ে
দু’এটমবোমের আঘাত সহে
মহাত্মা বুদ্ধের উপদেশ নিয়ে ,
শিখিল না তারা, মানুষ হয়ে ।
অশান্তি ! জোটে না সুখ ভাত ,
অশুভ ধরে কালের চাষাবাদ ।


(ইং-০৪-০১-২০১৯)