যখন সে উঠতি বয়স, চঞ্চল মন ,
হৃদয়-মন টইটুম্বর, রঙিন স্বপন ।
আঠার বছর বয়স, কোমল প্রাণ
কী করে ভাবনা ভরে দেশত্রাণ ?


অডোবা সূর্য- যার সাম্রাজ্য সীমা ,
কার বুকে এতটা দুঃসাহস জমা !
সে হিংস্র শার্দূল তার লেজে পা !
টানা দুঃখ পাহাড় ! ডাকা অমাপা ।


কী ধাতুর গড়া সে জীবন, দেহ
জাগতিক অভোগা সুখ করি হেয় ,
সুদূর দেশ স্বাধীনে উদ্দীপ্ত পরাণ -
চায়-স্বদেশ সেবায় দানিতে জান !


অধুনা, অকল্পনীয় সে যুগ স্থিতি ,
কোথা, যুবশক্তির, আজ অনুভূতি ।


(ইং-০৩-১২-২০১৮)
ইং-০৩-১২-২০১৮, শুভজন্মদিনে শহীদ ক্ষুদিরামের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ।