মাসে মাসে মাইনে আনা, সে রোজগার
এখন বিরতি , আজ আমি পূর্ণ অবসর ।
নেই মুক্তি য়ুনিয়ন কাজে, বসি দফতরে ,
সমস্যা প্রবণ-প্রবীণ আসেন সময় করে ।
বলেন- জ্বলন্ত কথা, ‘পুত্র-কন্যার চাকুরী ,
এর বিহিত কর হে দয়াময়, উপকারী !’
অমনি পরিবেশ ঘনভূত- ঘনঅন্ধকার
কাতর বেদনা ভরা ভাবনা যে অপার ।


শোনাতে বাধ্য অতি অশোভনীয় কথা
জানি তাঁরা পায় হেথা - মরমে ব্যথা ।
‘ভাই ! বহু করেছি চেষ্টা জাগাতে সব
হও যত্নবান, দূরিতে দুর্দিন হরসম্ভব ।
এই সমস্যাসঙ্কুল যুগে কী ঘটে কল্য ?
তুমি য়ুনিয়নকে করো তুচ্ছ-তাচ্ছল্য ।
ভাবনি কক্ষণো, সুরক্ষায় ছিলে ঘিরে
এখন ভাবছ নিমজ্জিত আজ তিমিরে ?
এখনো তোল বজ্রমুষ্টি, ছাড়ো হুঙ্কার
অচিরে ঘুচিবে এ অস্থায়ী অন্ধকার ।’


(ইং-০৮-১১-২০১৯)