এ, চিরকালের কত আদুরে
করিছে নৃত্য- আঙন ’পরে ,
ক্ষণিক, নিত্য মোহ-মায়ায় -
আনন্দে তন্ময়ে জীবনে রয় !


এদিকে ওঁরা, বিশ্ব জোড়া -
পরোপকারে ,মাতঙ্গ তাঁরা ,
অসাধ্য সাধনে মনকাড়া !
তাঁরাই করে ঊর্বর এ ধরা ।


প্রাণে দানে, বাঁচার আগুন ,
রক্তে রাঙায়, বসন্ত ফাগুন !
ত্যাগ বলিদানে ,বাঁচা-মরা ।
দেখায় সুপপথ, সবারে তাঁরা -


জ্বালে দীপ নীরবে, আশমান -
ভূতে, বাঁচার সে প্রকৃত মান ;
তাঁরাই অমর অবিনশ্বর ধরায় ,
অজেয় অক্ষয় তারকা শোভায় ।


(ইং-২১-০২-২০১৮)
ভূ > পৃথিবী, ভূমি ,
একুশে ফেব্রুয়ারীর অমর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন  । .
(সকলের কাছে ক্ষমা প্রার্থী । একদিন দেরী হল আসরে রাখতে । ধন্যবাদ)