জনবাহুল্যে সমস্যা বারোটি মাস ,
সুখভোগে জ্বালাতন মেটে না আশ ।
বিপাকে বদলায় ,রীতি-নীতি তার ,  
ভাঙন ধরে পুরাতনে কৃষ্টি আচার ।
না কোন দরকার, বৃথা কলোরব ,
এ অযাচিত চল, রক্ষায় অসম্ভব !


কেউ বা বলে আগত, কলিকাল -
তাই, পাপাচারে সমাজ- বেহাল !
যখন খাদ্যশষ্য উৎপাদন- কম -
পেট ভরায় হয় না সবে সক্ষম ।
অনৈতিক কর্ম, উদয়ে- আচরণ ,
কৈ তৃপ্ত উদর ? ধর্মে যদিও মন !


আয়- উন্নতি নাহলে সুবেলায় -
যৌবন কাটে যদি হেলা-ফেলায় ,
বাকি কি থাকিল জীবনের-স্বাদ -
অসৎ দলে দলভারী হয় আবাদ ।
এর একমাত্র উপায় আর প্রতিকার ,
চাই কর্মঠ পারদর্শী-স্বচ্ছ সরকার ।


(ইং-১২-০২-২০১৯)