যেমন সূতো ও কাপড় ,আলাদা নয়
কর্ম ও জীবন সে মতই হয় ।
কর্মেই জীবন বেঁচে আছে ধরায়
জীবনে, কর্মহীনের মৃত্যু প্রায় ।


দেশ শাসকের আসুক ভাবনায়
বেকারকে দিক সময়ে অভয় ,
ভাবনা ভরুক জ্ঞানীর মাথায়
বেরোজগার যেন কর্ম পায় ।


এ কাজ, আজ না- হয় কাল
করা লাগবেই পেতে সুফল ,
সময়ে অকর্মন্যতায় বিবেক অবহেলায়
এক দিন মাথার উপর জল গড়ায় ,
ক্ষতি এমন বিরাট কিছু নয় -
অকালে আপন স্বজনের প্রাণ হয় ক্ষয় !


১৭-০৯-২০২১)