ভেবেই রেখেছি আসবে প্রলয় !
হাত পা ছেড়ে বসে নিরালয় ।
রাখে হরি, মারে কে ?
হরি সদা রক্ষায়, ইচ্ছাতে !
এজন্য, কাঁথা মুড়ে দেই ঘুম ,
কি লাভ ? করে হালুম-হুলুম !


মুখ দিয়েছেন যিনি -
আহার দেবেন তিনি ।
না দিলে সবদোষ তাঁর ,
আমি পূজি, আদরে সে মার ।
মা সন্তান ফেলে !
কি করে যাবেন চলে ?
সব দায়-দায়িত্ব তাঁর ,
তিনিই করিবেন উদ্ধার ।


যেখানে যা-যা ঘটে ,
বিনা কারণে নয় মোটে !
বিনা আজ্ঞায়, পাতা নড়ে না !
মিলিবে অসময়, দয়া করুণা ।
মহা সঙ্কটে ধরেন অবতার !
কুরুক্ষেত্র করে !করেন প্রতিকার ।
এ ছাড়া আর কোন পথ নাই ,
খাই-দাই । সুখে গান- গাই !


(ইং-১২-০২-২০১৮)