ধারাবাহিক কাব্য, "ভাবনা", তার অংশ- পর্ব সংখ্যা- ১৯-২০ , (২০১৫-মার্চ-এপ্রিল) ।


বামের নকল-১৯


ঘুষ-তোলাবাজি-ধোঁকা ,
বামদের ছিল না শেখা  
জাঁকজমকে না বাড়াবাড়ি
বামের ছিল শুদ্ধ নাড়ি ,
নেতার সাদামাটা জীবন
জনভাবনায় উন্নত মন ।


আমি নকলে মাস্টার
লাগাই আকল অপার ,
বামেরা করে ভালর তরে -
আমি দেখাই উল্টো করে ৷
নব রূপে ভেক্ ধরে
চটিজোড়া পায়ে পুরে
ধবল শাড়ি পরে ,
ভান, অপচয় নিবারণে !
জনতা এমনি বেশ চায়
বামেরা ভরেছে ভাবনায়
বাংলা মানে, মনে-প্রাণে ৷


সততা দেখাতে এ ছাপ
নকলে বামমত হাবভাব
জাঁকজমক না সারা মোটা
তবে, গোপনে অর্থ বাটা
এ আমার চুনাবি কোটা ,
ক্লাবগুলোকে করি হাত
ওরাই ভরসা, রবে সাথ ।
চালাকি বুঝিতে দেই না
আমি যে চতুর ‘ভাবনা’!


বাঙালীরা অর্থ বাটা-বাটি
প্রতিনিধি নিয়ে ঝগড়া-ঝাটি,
পচ্ছন্দ করে না -মোটে
সহজে জনতা যায় চটে ৷
এত বলি, তবু হেঁয়ালি
ঐ চামচারা করে কেবলি ,
আমি যাই, মনে মুষড়ে
পড়ি যেন কালাজ্বরে !


অর্থ জোড়া-জুড়ি করে
ভাইপোরা গোলা ভরে
বলি কর,সাবধানে, চুপিসারে !
লোক যেন জানিতে না পারে ৷
আমার কথা কানে করে হেলা ,
এ বেলা ঝামেলা বাঁধায় মেলা !
আমার ইশারা না পেলে
ওরা থাকিত অবশ্য জেলে !
ওরা পায় একাজে জোশ
‘যতো দোষ নন্দ ঘোষ’!


বামের ভুল-২০


বামের হারার এক কারণ
ধার্মিক কাজে করে বারণ ,
রুখতে দিত না রাস্তাকে
তারা আঘাত করে আস্থাকে,
এ রাস্তারোখা ধর্মকাজে
কাজটা ওরা ভাবিত বাজে ৷
পূজোতে বেশি রাত ধরে
শব্দ করে জোরে-জোরে
বাজাতে মানা মাইক ঢোল
এভাবে বাড়ে গন্ডগোল ৷
মানুষের মন পরিবর্তনশীল
তাকে সুখে রাখা মুশকিল
যেমন সাম্যবাদ ধ্বংস রাশিয়া
বাংলাও সেমত চায় খাসা ।


ওদের আইন দেই উল্টে
বিরোধ হয় না সারা তল্লাটে !
পূজা পার্বণে রাস্তা রোখা
আমার সময়ে শুধু দেখা ,
যখন ভরে ধর্মের সাঁজ
বাহন চলাচল বন্দ- কাজ ।
শিশুরা পূজোয় থাকে মেতে
ঘুমায় না- শব্দে রাতে
করে শুধু কান্না ;
বাজনা, তাকে ঘুমুতে দেয়না,
মেতে থাক ধর্ম নিয়ে
কী হবে সারারাত ঘুমিয়ে ?
সবাই যদি কাটাবে শুয়ে ,
দেশ পড়িবে যে শীঘ্র নুয়ে
জীবনটা শেষ, ক্ষয়ে-ক্ষয়ে !
এখন মুমূর্ষুরা রাতে
চায় না মোটে শুতে
জানে তারা আছে ‘ভাবনা’
পূজোকালে ঘুম হবে না !
রাত ভরে বাজুক বেজায় ঢোল
মেতে করো খুব করে সরগোল ,
ভোর রাতে সবাই মিলে
বলি, শেষকালে হরিবোল !


এখন হোক বামের- জানা
সমুহ বিপদ আস্থায়- হানা !
এ ভাবনার আস্থার ডাক
মন খুলে সবাই বাজাক
বেজায়-জোরে আস্থার ঢাক
আওয়াজ বহু দূর-দূর যাক
পড়ে থাক হয়ে হতবাক !
‘ভাবনার’ অন্তরের ভাবনা
তারা ঢাক বাজিয়ে যাক না !
এতেই দেবে পুনঃ ভোট
যদি না পাই আবার
মিলিবে সবার
কপালে মহাচোট !
কেন জানে না- ?
সবারে করি নানা খানা !
যারা করেছে ভোটে ব্যাঘাত
কতো বার পেল আঘাত ।
বামেরা এখানে করে ভুল
তারা দেয়নি বেশী তুল
ভোটে ব্যবস্থা নিতে- চোটে-
এজন্য জেতে না -মোটে !
                       ক্রমশঃ