ধারাবাহিক কাব্য, "ভাবনা", তার অংশ- পর্ব সংখ্যা-৩০--খ ,- (২০১৫-মার্চ-এপ্রিল) ।


ভুখা-৩০-খ


কোটি-কোটি আর্ত শরণার্থী
হঠাৎ বাংলায় উপস্থিতি ,
বাড়সম অনুপ্রবেশ, হিড়িক
সেথা ভুখভরা দৃশ্য স্বাভাবিক !
অথক শাসকের প্রচেষ্টায়
ভুখ দূরিতে করে উপায়
বামপন্থীরা ভুখ ভাগাতে
সততায় কর্মে মাতে ,
তাই তো শীঘ্র দেখে সবে
ভুখা যদি সে সময় হবে ?
সারা পৃথিবীর লোক তবে
কোলকাতায় কেন টিকিবে ?
কোলকাতার বাঙালি
থাকে না কারও পেট খালি ,
খায়, ডাল-ভাত- মছলি ;
হোটেলে মেলে সস্তা থালি ৷


প্রতি গরীবের সস্তায় খাদ্য
রেসনে শাসন করে বরাদ্য ।
প্রথম পঞ্চায়েত ব্যবস্থা
সেখায় ফেরে গরীবের আস্থা ,
বাংলা পায় নতুন প্রাণ
এ ব্যবস্থা দেশে পায় সম্মান ।
সঠিক ব্যবস্থা দেয় শাসন
সুখ সুবিধায় ভরে- অপার
খাদ্যে বাংলা হয় আত্মনির্ভর ।


বি,জে,পির মুখ্যমন্ত্রী পটোয়া
বাংলা ভ্রমনে মুগ্ধমনা
এম, পি, তার রাজ্যে চায়
যা-যা- দেখেন গ্রাম বাংলায় ,
সুন্দর পঞ্চায়ৎ ব্যবস্থায়
মন তাঁর জুড়িয়ে যায় ।


বাহিরের কত কত জন
মেটাতে ভূখ বাংলায় আগমন ৷
তারা খায় আর গান গায়
পাড়াবাসীও সুখে ছিল গাঁয় ;
প্রদেশ ছেড়ে অনত্র মজদুর
বাঙালি হত না মজবুর ।
আর্ত-গরীব তার আছে জানা ,
সস্তায় জোটে খানাপিনা ৷
                                  ক্রমশঃ
বাড় > বন্যা । মজবুর > বাধ্য ,অসহায় ।
*-ভারতীয় জনতা পার্টির- সুন্দরলাল পটোয়া , ভূতপূর্ব মুখ্যমন্ত্রী , (এম,পি) মধ্য প্রদেশ, দ্বিতীয় বার –(১৯৯০-৯২) ।
বাংলা ভ্রমনে অতি মুগ্ধ হন এবং মধ্যপ্রদেশকে বাংলার পঞ্চায়েৎ-মত সেই রূপ দিতে চান ।