ধারাবাহিক কাব্য, "ভাবনা", তার অংশ-পর্ব সংখ্যা-৩০--গ,- (২০১৫-মার্চ-এপ্রিল) ।


ভয়-৩০--গ


ভয় !- ভয় যদি হবে
কার সাধ্য জমিদার তাড়াবে !
বিচ্ছেদ করতে অন্যায় বন্ধন
সে তেভাগা আন্দোলন
কেন ,ব্যাপক রূপ বাংলায় ?
শেষে জমিদার উচ্ছেদ হয়  ।
মালিকের অত্যাচারে শ্রমিক
দ্বন্দ্বে বাংলা ছিল অত্যধিক ,
জাতপাত ছুয়াছুঁত্ , প্রথা
সংঘটিত হয় আন্দোলন অযথা ।


কৈ আলোড়ন, অন্য প্রদেশে ?
অত্যাচার নির্মূল- নাশে
কেন আসে না এক সাথে ,
কী ভয় তাদের মাথে ?
কত অসহায় আছে পড়ে
জমির অভাবে যাচ্ছে মরে ,
সেথায় ভয় অত্যাচার সয়ে
তারা বাঁচে ক্ষয়ে-ক্ষয়ে !


চম্বলের দুর্দান্ত ডাকাত
তাদের ভয়ে সকলে কাত !
তার তুলনায় নকশাল ,
ডাকাত নয় ততো ভয়াল !
বাংলার ঐ নশালপাড়া
জনান্দোলন করে খাড়া
সর্ব প্রথম তারা ৷


স্বাধীনতার ইতিহাস
বিদ্রোহী ভরা তার প্রকাশ ,
তাদের তোমরা বলো ভীরু !
অন্যায় রোধে বাংলা -
ভয় পায় না কারু ৷
                    ক্রমশঃ
ভাগচাষীর তেভাগা আন্দোলন কেবল বাংলায় হয় , তারা জয়ীও হয় ।