ধারাবাহিক কাব্য, "ভাবনা", তার অংশ- পর্ব সংখ্যা-৩০--ঘ ,


ঝগড়া-৩০--ঘ


ঝগড়া..-আপসে ঝগড়া ?
যারা দিত ভাল কাজে বাগড়া
হোস্টেলের ‘দাদা’ ছেলেরা
হয় তাদের সবকটাকে ধরা
কোমরে দডি, পিঠমোড়া
ঘুরানো হয় বাজারে
দুষ্কৃতিরা যা’তে- পরে
না বাড়ে গায়ের জোরে ;
আবার তাদের ধরে-ধরে
শাসক জেলে পোরে  ।
সেই সব গুন্ডা ছেলে
অদেখা ছিল বাংলায় হালে ,
সুদখোর , কালোবাজারী
তারা সরে পড়ে ধান্দা ছাড়ি ।
ভাল কাজে ঝগড়া তো হবে
স্বার্থ কেন সহজে ছাড়িবে ?


বাঙালি যদি হবে ঝগড়াটে
চৌত্রিশ বছর রাজ পাটে
বহু বামপন্থী দলে শাসন চলে
কী করে সফলতা মেলে ?
এ সম্ভব একতার  বলে
শাসন করে মনের মিলে ,
ভারতের সংবিধান মেনে
এ খবর সকলে জানে ৷


সমগ্র পৃথিবীতে এ কথা রটে !
একক চৌত্রিশ বছর ভোটে-
কোন্ দেশের কপালে জোটে ,
একটানা ভোটে, জেতা বটে ?
ক্রমাগত জয়ী কোন্ দেশ ?
এক মাত্র বাংলা প্রদেশ !
এছাড়া নেই দেশ বিশেষ ,
দেখেছে চেষ্টায় অশেষ ৷
একতা আর শান্তিতে
সর্বহারার সঠিক ক্রান্তিতে
সর্বদা বাংলার সুউচ্চ নাম
তোমরা কেন করো বদনাম ?


এখন আবার সেই ব্যথা
বাংলার বুকে দেখি অযথা
‘ভাবনা’ যা করেছো সেথায় !
বাংলাতে ঐ ‘নেনো টাটার’-
বুক কী টাটায় না তোমার ?
হৃদয় কাঁদে না ব্যথায় ?
চিন্তা কি নেই মাথায় !
অন্য যতো ঘটনা
সবই আছে রটনা
এখন বলো না ?
কার হয় না, গায়ে-জ্বালা !
আমরা কি চাই না ভলা ?
শেষ হোক তুচ্ছ খেলা ,
আদর্শে জাগুক পুনঃ বাংলা ৷
                            সমাপ্ত
(ইং-১৯-০৫--২০১৫-বৃহস্পতিবার)
বাঙালি- ভুখা ,ভীরু , ঐক্যহীনতায় ঝগড়াটে ,এই কথা ভিন্ প্রদেশে শোনা যায় । তার উত্তর উপসংহারে ক,খ ,গ, ঘ পর্বে বলতে চেয়েছি , এ ধারণা মিথ্যা ।