ধারাবাহিক কাব্য, "ভাবনা", তার অংশ- পর্ব সংখ্যা- ২৯ ,- (২০১৫-মার্চ-এপ্রিল) ।


যথার্থ প্রতিক্রিয়া-২৯


আছে হৃদয়ে গাঁথা,- কথা
প্রকাশে বিদ্বেষ বাড়ে অযথা ,
তুমি তো অল্পতে মহারাগিনী-
উপরে হিংস্র মত বাঘিনী-
আগে পিছে ভাব না জরা
তোমার ধর্ম- থাবা মারা ।
তুমি দেখাবে নলা -
আমি দেখাই নিউটন “ল”-
প্রত্যেক ক্রিয়ার মান
প্রতিক্রিয়া, সমান-সমান ৷
তুমিতো মহান !
অন্য মতবাদে নয় কান ৷
তুমি ঠিকই কহিবে
এমন ঘটনা ঘটে কী ভবে ?


সাহস থাকে তো এখানে
হাজির হোক এসে সামনে !
কিছু , লিখে দেখাক
শেষ পরিণতি, পুড়ে খাক্ !
আছে আমার প্রবল বাহিনী
তাদের দুর্দম দমন কাহিনী
ভরা বাংলায় ভয়ংকর !
তারা শুধু করে সংহার ,
সে মহা অত্যচার জ্বালায়
শেষ ! বাঁচিবে না এ বেলায় ।


বুকে যদি থাকে পাটা
আসুক এখানে ব্যাটা !
করিবো মুখে ঝাঁটাপেটা !
আমি সিংহিনী
তারা ভোলেনি !
যে গেছে- ঐ পথে ?
পাঠাই তারে কালের গর্তে !
পাইবে না বাঁচায় পাথেয়
মরিবে অভাবে ভাতেও !
                              ক্রমশঃ
×- হিন্দী শব্দ, জরা >  সাধারণ , সামান্য ।