ধারাবাহিক কাব্য,"ভাবনা", তার অংশ-পর্ব সংখ্যা- ২১-২২ ,- (২০১৫-মার্চ-এপ্রিল) ।


মানুষ বিচারক- ২১


বামেরা চৌত্রিশ বছর ধরে
মানুষকে রেখেছিল আদরে
শিখাত ,ভালবাসতে পরস্পরে
বহুমুখী উন্নতি নিয়ে
জমা-জমির, কাজ দিয়ে
শাসন ধরণ গরীব উপকারে ।

কারো হৃদয়ে থাকে কূটনীতি
অপরকে অতি করে ক্ষতি  
অনেকে চায় না সাম্য সমাজ ,
গরীব আগে বাড়ুক আজ ।
যারা সাধারণতঃ অর্থবান
তারা বামকে নীচে দেয় টান ,
সে কাজে “ভাবনার’ দক্ষ হাত
বামের ভাল চাল করি মাত্ ।
দুষ্কৃতিরা ছিল জড়োসড়ো
এখন তারাই জেগে- হামবড়ো ,
ওদের জড়োতে সাথে রাখি
গায়ে ,আপন হয়ে মাখামাখি !


বামের ধারায় দেশ চলে না
লাগে ,আস্থায় ভাল বাজনা-
অতি জোরে ঢাক পিটিয়ে
জনতারে হদ্দ-মদ্দ মাতিয়ে
ভোট নিতে হয় হাতিয়ে !
আর দেখ ঐ দিল্লীর অরি ,
সেও পার করেছে তাঁর তরী
সেই পথ আমিও ধরি
আমি মায়াজালে কাজ সারি
ভোটে পুনঃ যাব উতরী ।


ছলনার স্বর্গ , নিত্য কাজ
জনতা দেবে পুনঃ তাজ ,
কত না জনতায় বাটপাড়ি-
দরকারে ঘুরাই ছড়ি
ধরে যারেতারে জেলে পুরি
অনেকের করি শূন্য হাঁড়ি ;
দেখিয়া আমার সন্ত্রাস -
সবাই করে অগাধ বিশ্বাস !


এ পরম আস্থা নিয়ে সাথে
উঠিব রাজ্যে পুনঃ মেতে ।
এজন্য চারিদিক সুশোভিত –
বাংলায় টইটুম্বুর কত-কত
আমার মায়ার অপূর্ব যাদু ,
শিশু হোক বা বুড়োদাদু -
নীতি, আদরে নেয় তুলে ,
সকল দুঃখ-কষ্ট ভুলে !
‘ভাবনা’ কী মধু মাখা নাম
কী মনোহারী তার কাম ,
আমার মা-মাটি-মানুষ !
যাদের আছে একটু হুঁশ
করে না বৃথা ফাস-ফুস ,
তৃণ পাতা ফুল
‘ঘাস-গোড়া’ তৃণমূল !
মূল থেকে কেহ নড়ে না
লোকে ছাড়ে না ‘ভাবনা’ ,
আমার ডিব্বার মধুর আচার
জনতা করে নিয়েছে বিচার,
পরিণাম পাই প্রত্যহ তার
পুনঃ-পুনঃ উঠি মাতি,
মাত্র আস্থায় জ্বালিয়ে বাতি !


হুঙ্কার-২২


বামেরা করে হার স্বীকার
আমি নই পাত্র হারিবার !
যদিও দূর করিতে দুরাচার
শিক্ষাক্ষেত্রটা ধরি আধার ;
সেথায় ভরি স্বেচ্ছাচার
আমার বিচার করি এক্তিয়ার ।
অভাব, ব্যথায়, যারা নীল
আমি করি তাদের বিলীন ,
বেকার কোন অধিকারে
আসে আমার দুয়ারে ?
দেখে নি তারা টাটারে
কী হাল করি ব্যাটারে ?
উদঘাটন সব শিলান্যাস
নিছক ভোটের আশ্বাস ৷
বন্দ করিনি আলো বাতাস  
কেন করো হা-হুঁতাশ ?
আবার কাজ চাই ?
লাজে মরে যাই
আমার স্বভাব করুক যাচাই ,
তুচ্ছ কাজে ফুরসৎ নাই ৷


আমি খুশ মেজাজে বেড়াই,
বেশি ভোট,আরো যাতে পাই !
লোকের মন করিতে জয়
জানা আছে নানা উপায়
ধ্যান-জ্ঞান রাখি হেথায়
ধরি বিচিত্র ছলাকলা মাথায় ৷
ছল-আস্থা আমার সাথে
সেই জীবন দানে, থাকুক মাথে ,
লোক উঠুক ভোটে মেতে
ভোট খুব বাড়ুক মম হিতে ৷
                           ক্রমশঃ