সম্পূর্ণ রাজনীতির উপর লেখা কাব্য নাম > "ভাবনা", তার ধারাবাহিক আসরে রাখলাম (১-২)-, লেখাটি ইংরাজী মার্চ-এপ্রিলে- ২০১৫-তে লেখা হয় ।


মুখবন্ধ-১

একদিকে সরল দেশ জনতা
তার মাঝে গড়ে ওঠে নেতা,
চেষ্টিত নেতা, সহজ উপায়-
পদে, শীর্ষস্থান যাহাতে পায় ,
তার অন্তর-ভাবনা সবসময়
পন্থা খোঁজে পেতে সহজ জয় ।


‘আস্থা’ । পথটা সমীচীন, প্রাচীন-
এপথে সহজে ফেরে দিন,
সাধারণ একটু ধৈর্য ধরে-
স্বল্প প্রচেষ্টায় উপায় সেরে-
আস্থার ’পর করে-ভর
জেতা যায় কঠিন সমর  ৷


দেশের মানুষ ভোলা-
রাজনীতি করে না মেলা-
চায় না বিশেষ ঝুট-ঝামেলা-
ধরণ-ধারণ সহজ চলা  ৷
মনেতে আস্থার ধুন্ বাজিলে-
সকল জ্বালা-যন্ত্রণা ভুলে-
সম্মুখে যতো যাহা মেলে-
দু’হাতে আদরে নেবে তুলে ৷
বাকি, অন্য সব ফেলে !


(মা-মাটি-মানুষ)
মা-২


মা-বলিতে বুঝায় মাতা
যেমন করুণাময়ী মা ‘সারদা’ ,
মা যে আবার সরস্বতী -
দুর্দিনে ফেরান সুমতি ;
মায়ের রূপ এ কী হাল !
মার এত কষ্টে ভরা কপাল ৷
বাংলার মা নির্বাক- অবলা !
তাঁর সাথে কারা করে খেলা ?
মাকে করে নাজেহাল ,
তাঁকে আজ ঢাকা হল ধূম্রজাল !
সর্ব ছলনা সারা সারদা মাকে
মা আর কত দিন টেঁকে !
কী করে আস্থা রাখে মা বুকে ?


মা ,- চিটফাণ্ড ‘সারদা’!
সেথা কালোধন, গাঁদা-গাঁদা
গরীবের জমা, কষ্টের টাকা-
কারা করিল এভাবে ফাঁকা ?


মন্ত্রী উপমায় গর্বে কয় ,
'সারদা' কেন ছোট রয় ?
‘সারদা আজ ক্ষুদ্র বিন্দু
গড়ে তোল মহাসিন্ধু ,
চারিদিকে ছড়িয়ে যাক
খুব হোক তার নামডাক’!
সে ঘৃণিত চিটফাণ্ড মুদ্দা
মন্ত্রী ভাষণে , বলেন-সদা ।
কেলেঙ্কারি হয়ে দাঁড়ায়-
মা সারদা কোথায় যায় ?
মায়ের প্রতি সেবা অযত্নে
প্রাণ নাশ হয়, বুঝি অন্তে !
নিরুপায় মা আজ হতাশ
বেঁচে যা ছিল নামযশ ,
মিছু-মিছু সব কিছু, শেষ -
মায়ের বাড়ে বড্ড ক্লেশ !


শুধু মা একা নয়
মার সহস্র সন্তানও তায় ,
তারা অকালে প্রাণ হারায়-
তাদের সর্বস্ব ডুবে যায় ,
এ সবে মায়ের অন্তর কাঁদায় !
একা মাকে কী ভাবায় ?
না ? জনতাও করে হায়-হায়
কী এর শেষ উপায় !
কারা আছে আজ মজায় ?
কথাটা বারবার উদয়,মাথায় ,
উত্তর জানিতে খুঁজি উপায় ৷
এর মূলে ঘটক “ভাবনা”
বিনা কারণে এসব ঘটে না !
ঘটনার পেছনে আছে রটনা ,
সে চালক, দেয় মন্ত্রণা ,
এ সবি তার আস্থার প্ররোচনা ৷
কেন শুনিবে সে মানা ?
‘ভাবনার’ সবই জানা
নয় সে কক্ষনো কানা
পূর্বেই আভাস পায় নানা !
ওরা "নকশাল কামদুনিতে"
বাকি রাখে না জানিতে ,
দেখিয়া তাদের ভাবভঙ্গী
ত্রিনেত্রে বোঝেন তক্ষণি ৷
বোঝে ‘শীলাদিত্যকে’
কে মদত যোগায় ওকে
কারা-কারা দল পাকায় ?
চোখ বুজে দেখে সেথায় !
‘ভাবনা’ ভাবে হৃদয় ভরি
আস্থার উপর ভর করি
এ জন্য মাকে করে ধরাধরি-
সেই “সারদা” মা-
বলে হে মা ! বলি তোমা ,
গায়ে পরাই ধোঁকার জামা
এক দিন পাব না এর ক্ষমা
কথাটা আছে অন্তরে জমা ৷
জেনেও করি না আপসোস
‘যত দোষ নন্দ ঘোষ’!
বামেরা যা-যা না করে ভুল
আমি ভুল বলে দেই তুল ,
তারাও ভুল করে
জনরে বুঝাই গার জোরে ,
আমি আবার নিয়ে সবার
বাংলার বাকি করিব শাবাড় ,
সারদা মা যে আমার সাথে
তাঁর আশীর্বাদ মম মাথে !
                      (ক্রমশঃ)
* "নকশাল কামদুনিতে" > কামদুনি -সেথা , ধর্ষণ বিরোধীদদের উপর রাজ আরোপ ।
* শীলাদিত্য > স্বনামধন্য এক সরকার বিপক্ষের উকিল পত্রকার ।