আছে কিছু অবলা কথা,ভরা হৃদয় -
হবে না প্রকাশ, নিষিদ্ধ যে ধরায় !
এখনো দিগন্ত নয় স্বচ্ছ আকাশ ,
তমসাচ্ছন্ন যেন আলোর প্রকাশ !


পাখিরা জাগেনি, গহিন ঘুমে -
প্রবেশিবে না কুজন, কারো মরমে ।
হিংস্র শ্বাপদ জাগ্রত, ওত্ পেতে ,
অকুস্থানে, অপছায়া, আছে মেতে !


নেই অনুকূল গতি সে বাতাসে ,
এখন কথা নয় ! কোন আভাসে ।
তারা বিধ্বংসি, দেয় না দয়ায় কান -
কর্ম, বিষ উদগার ,কাড়া শুধু পরাণ !
সময়ে অতি ক্রূর ,তারা বলবান -
চায় না মঙ্গলে, জীবমঙ্গল- ত্রাণ ।


অনাচারে অত্যাচারে, চিরবিজয়ী ,
তারা নির্মম ,ধ্বংসি, শুধু রক্তক্ষয়ী !
গলে না প্রাণ ! কোন দুঃখ কথায় -
কঠোর রূঢ়, তার পাষাণ- হৃদয় ।


তীক্ষ্ণ খঞ্জর উত্থিত, সদা শির পরে ,
হানিতে তৎপর, আঘাত, শরীরে !
থাক, অবলা কথা, অন্ধকারায় ,
সময় হয়নি প্রকাশে, এ ধরায় !


(ইং-০৫-০২-২০১৮)