শিকার ধরিলে -
নুন-ঝাল-তেল লাগে না, খায় গিলে ,
রক্ত শূন্য করে, ছোবড়া দেয় ফেলে !
আবার তারা নামজাদা –
দেশ জনতাকে ভাবে আস্ত গাধা !
তারে সর্বনাশ করে, যারা সাদাসিধা ।


উন্নতির মূলে -
যে আইন মঙ্গল দানে, দেবেই তুলে ,
মিথ্যার বাড়াবাড়ি, ন্যায়রে শূলে !
রূপে তার কাজ -
চারিদিক একছত্র ঘোর দুষ্কৃতির রাজ ,
অহরহ পঙ্কিল করে আদর্শ সমাজ ।


অপকর্ম সারা -
লুট, নর-পাচার, রাহাজানি, নেশা ভাং ,
জনতা সহনশীল, বাচুক নিয়ে ভড়ং ।
আরো আছে মেলা -
ব্যাপক অধর্ম বাড়ায়, তার নেই জ্বালা
কুপ্রথার রাজ অধঃগতির পথ-খোলা ।


কাজের ধরণ
আর্ত উন্নতি দর্শনে তার যে জ্বলন !
জনধন লুন্ঠনে সদা মনন-চিন্তন ।
সারে নানা ফন্দি -
জোচ্চুরী, কালোবাজারীর সাথে সন্ধি -
মিলাবট, গুদাম জাত ,কৃত্তিম মন্দি ।
মিলে মিশে থাকে -
সুযোগে সারে দুষ্কর্ম ফাঁকে-ফাঁকে ,
এ কদাচার হতে কে রোখে তাকে !


(ইং-২১-১২-২০১৭)