সময় গতিময় ধাববান, নটখট ,
ছলনা-মায়াময় তার যে প্রকট ;
জনতারে দেয় সে, বহুবার মৌকা
সবে দানে আশিস, সুধী ও বোকা ।


সুযোগ, সে সময়ের ছোট- অনুজ
তার আগমন কাজেতে সুজবুঝ ,
ক্ষণে আসা উজানে দেখি তারে
কতবার চুপিচুপি সময় সাথে ধরে ।


হ’লে রংবাহারে মাতনে মাতাল
কোন কাজের নয় সুযোগ, কাল ,
জগতে ক্ষণস্থায়ী তারা যে চঞ্চল
মূমূর্ষু , আতুররে ওরা করে সচল ;
গণ্ডিবদ্ধ নিয়মে তাদের যে চল ,
কেবলি সংযমীরা জুটায় সুফল ।


(ইং-০৫-০১-২০১৯)