সময়ের কশাঘাতে,     প্রতি পরতে-পরতে ,
              জর্জরিত মনঃ শরীর ;
মরুর সে রুক্ষ ঝড়,       বহে, দেহমন ’পর ,
              ক্ষতের উদয় গম্ভীর !


সেথা কখনো ধূমিলে ,   নানা ভাবনায় ফেলে ,
           করিবেনা অধিক খাতির ;
ক্ষণে-ক্ষণে হাসায় ,       ক্ষণে দুঃখে ভাসায় ,          
           নাই খোঁজ সীমান্ত-তীর ৷


অন্য নামেতে, কাল ,      যার দয়ায় কপাল ,
           স্বপ্নাভায় ভরা কায়া ;
ভালোবাসার সুফল ,     দয়াতে সে প্রাঞ্জল ,
           তাকে বাঁধে দিয়ে মায়া !


প্রবল গতি সময় ,           চলন তার নির্ভয় ,
            বন্ধন হীন তার যে মতি ;
তার সাথে সাথ চলা ,     কষ্ট যে অতি মেলা ,
            তবু দানে সে সম্প্রীতি ৷


সময়ের সুসুযোগ ,       যার মেলে সংযোগ ,
             জীবনেতে উৎরে যাবেই ;
অলস দেহটা বয়ে ,       চলা, জবুথবু হয়ে ,
             সে জলমাঝে খাবি, খাবেই !


যেমন তাহার মায়া ,        সেইমত অপছায়া ,
             তবু অভয় নানা ধর্ম ;
প্রেমপ্রীতি পেলে ,        সবারে লাগিবে গলে ,
             সজাগ করে প্রতিকর্ম ৷


পরিধি অতি ব্যাপক ,      সবে যে তার বন্ধক ,
             ছাড়িবার নাহি যে উপায় ;
তবু কাল দয়াময় ,          আতুরদের সহায় ,
             ভুলে করিবেনা অন্যায় ৷


কালকে মনোপ্রাণে ,        স্মরণে শুভক্ষণে  ,
              ত্রাণেতে যার সদা মন ;
সে পারিতে পারে পার ,     এ ঝঞ্ঝা পারাবার ,
               সময় তাকে করে আপন ৷


কেউ বা স্থায়ী থাক ,      অথবা সে চলে যাক ,
              তার সঙ্গে সময় চলে ;
সাগরের মত ঢেউ ,      রুখিবেনা তারে কেউ ,
              যেন ঊর্মি উছল জলে ৷


(ইং-১০-০৭-২০১৭)