লাঘবে কষ্ট, প্রস্তরে ঠোকা ভাল ,
নির্মম প্রথা, সেথা বৃথা সুফল !
যেখানে ভরে, জড়তা কুসংস্কার ,
অগ্রতির সব পথ, বন্ধ যে তার !


বাঁলির উপর সে বসত-বাটী ,
বৃদ্ধিতে বিনা ঝড়ে , অতি ক্ষতি !
অজানায়, অভাবনায়, দিলে পাড়ি -
কম আসে ফেরতা, পুনঃ সে ফেরি !


ন্যায়ের শাসন মেনে, দেশচলা ,
ভবিষ্যতে ভরে, সম্পদের গোলা ।
সমবেত সুকর্মে ,সমাজের উদ্ধার -
সুষ্ঠু আদর্শ নীতিতে, হয় সাকার ।


সম্ভব, কর্মনীতি চালনায় তারি ,
ধ্যেয় যদি দেশহিত, হয় সর্বোপরি ।
বিরাজিবে সেথা শান্তি । দেশ-বন্ধুরা -
চেষ্টায় সম্ভব তা’, যায় গো পারা ।


(ইং-০২-০২-২০১৮)