যেথা স্বার্থের লড়াই- আরপার ,
ধারণে গুণমান দম্ভ অহংকার –
দশের রাখে না কোন খবর ,
ওরা যদি হয় মুখ্য মাতব্বর !
সিংহভাগ কোলে টানা মান্যতার ;
আপন সুনাম-সত্ত্বা, মাত্র প্রচার !


কী ধাতুর গড়া, মেধা-মাথা ?
আদ্যপ্রান্ত জানা, ক্ষতি এ প্রথা !
ক্ষতের ’পর মলম না লেপে -
বাঘনখে ধরে আরো চেপে !


ভুখার চেয়ে অধিক সে ভুখা
কী রকম অধর্ম, মানব শিক্ষা ?
নষ্টের ধর্ম-কর্ম, যদিও জ্ঞানে -
নিখাদ তাই করে মনে-প্রাণে !


নামের এত মোহ !বিচিত্র তাড়া -
আবেগে মেতে সে পাগলপারা !
আজিকার অযুক্তি কর্ম চালনায় -
স্বরূপটি কাল-ঘনায়, দুর্ঘটনায় !
নেই আপসোস এ হেন কর্মে -
ধামাচাপা দেয় আস্থার ধর্মে !
ভূয়া ভাবনা সে ছলনার জাল -
চালিত চাল-চরিত্র-মতি,সম্বল  !


(ইং-২৬-০৯-২০১৮)