শুধরাবে বলে, তাঁর ছেলেকে -
বাবা কেবলি বকে ,
লেখা পড়া ফেলে, ক্রিকেটটাকে -
নিচ্ছ আদর্শ দেখে ?
ছেলে পায় আঘাত হৃদে-আঁতে ,
তখন বলে না কিচ্ছু ,
উত্তর খুঁজিয়া ফন্দি সে আঁটে -
ভাবিল উপায় উঁচু !


সাদা কাগজ, ভাজ করে-করে ,
বাবার সামনে ধরে ,
করো ! কাগজটি আগের তরে ?
দাগটা যেন সরে ?
বাবা দেখিয়া, হলো যে- জব্দ ,
ছেলের কাছে এবার ,
ভাবিল উপায়, এক উপযুক্ত -
শিক্ষা তারে দেবার ।


চালু কর ! কিক্ মেরে স্কুটার ?
আমি দেখিতে চাই ,
মারে দু’লাথি, স্টার্ট হয়না তার ,
ছেলে জানালো তাই !


এসে পিতা মারে, জোরসে লাথি ,
দিব্যি হয় স্টার্ট !
বলে, কড়া ডাট্ পড়িলে- অতি ,
সব হয় ফটাফট !


(ইং-০২-০১-২০১৮)