নিবিষ্ট চিত্ত, ভাবনা নয় বৃথা-
ঈপ্সিত বস্তু, যাবেটা কোথা ?
উপলব্ধ অতি, লাগিবে বস্তা ,
জলের দরে চিজ্ ,অঢেল সস্তা !


নেতা সে যোগায় বিশ্বাস নানা ,
মুক্ত, অমূল্য জ্ঞান, ভরা জমানা !
হাটে-মাঠে-ঘাটে, গাছ তলায় ,
শহর গঞ্জে, মেলায় –দেবালয় ;
ব্যাপকে গজানোর তোড়জোড় !
হোঁড় ! ভূইফোঁড়-পাতালকোড় !


লক্ষহাজার, ক্ষেত-খামার, ঘর -
দরবার নেতার, রাজার, সবার ,
কাম্য ৷ কতো নেতার রম্য ধান্ধা -
চায়, করিতে, উর্বর ভূমিরে বন্ধা !
চেষ্টারত, সকাল বিকেল সন্ধ্যা -
মানে না বিরোধ ,বাঁধা- মন্দা !


বহিয়া, কাঁকে-পিঠে, ঘাড়ে -
অজস্র জ্ঞান ভরিছে, ঘরে-ঘরে !
অতি চাষ, মহল্লার আশ-পাশ -
শ্বাস-প্রশ্বাসে, ভরা অবিশ্বাস  !


ফাঁকে, পাজী, গেঁজেল, মদুয়া-
তারাও জ্ঞান দানে, জাদা-জাদা !
বেচারা জ্ঞানী, সে সাদা-সিধা -
মন, টানাপোড়ন, খটকা! দু’বিধা ।


(ইং-২৮-১০-২০১৭)
হিন্দী শব্দ,- জাদা-জাদা > অনেক অনেক ।