মানব সভ্যতার এক সুদীর্ঘ্য জীবন পথ
তার আছে এক ভয়ংকর অতীত !
সুখের তাড়নায় ভুলেছি গত ক্ষত
বাঁচায় এক পন্থা, জীবন এমনি চলে অবিরত ।
কত কত ভাবে সে কালে জীবন হয়েছে নষ্ট
ভোলার কারণ, চায় না কেহ আর মনোকষ্ট ।


তবু ইতিহাস পথপ্রদর্শক শিক্ষক দার্শনিক,
কাজে উচিত তার কাছে চাওয়া জ্ঞান ভিখ ।
জীবন ভোগের অজস্র সম্বল, হস্ত-মুঠোয়
তবু ইতিহাস না জানায় মূঢ়তায় প্রাণ ক্ষয় !
ভুলে একবার গাড্ডায় পড়া -
সহ্য অঢেল যন্ত্রণা , হাড়গোড় ভাঙা ,
পুনঃ-পুনঃ সে কর্ম করা
তার কারণ, ভুলে থাকা ইতিহাস,--অজানা ।


(১৮-০৪-২০২২)