না করে কোন কাম-ধাম !
উপায় পেতে শীঘ্র সুনাম ;
আস্থার পথে করিও কাম
সারো কীর্তন, সুবহ-সাম ।


রহন-সহন খানা ও পিনা -
চেয়ে দেখ ভরা, কারখানা !
আদির উপমায় দায় সারো
অচল কথায় ভাবনা ভরো ।
পুরাতন সবের গুত্থি নাড়ো ,
তুমি আসল, দেখাও বড়ো ।


জনতার প্রিয় গীতটি গাও -
দু’হাতে তোফা খুব নাও ।
আস্থায় ধরণ, কাবুর উপায়
তুমিই অবতার বোঝাও তায় ।


লাভের দিকটা খেয়াল রেখো
নবনব ধারার শোষণ শেখো ।
ভোলা মনে খোরাক যোগাও
সুনামে এ কালে, উৎরে যাও ।


(ইং-০১-১০-২০১৮)
*-তোফা > উপহার ,