ঢেউ নীরব, স্রোত ধারা নিশ্চল
স্বচ্ছ, দিগন্ত প্রসারিত ভরা জল ,
সে জল, ঘুলিয়ে ঘুলিয়ে মেলা -
সেথা সুসময় মাছ ধরার পালা !


মাছেরা বেচারা ভোলা সাধাসিধা
অজানা তার ভাগ্য, জালে বাঁধা ,
ঘোলা জলে, চোখ কানা তার -
পায় না দিশা-উপায় বাঁচিবার ।


বেঘোরে পড়ে মাছেরা ঘোরে -
দয়ায় বাঁচামরা জেলের ’পরে ,
জালে ফাঁসে ! নানান কৌশলে -
ঘটে তা’ জেলের ছলনার মূলে ।


জেলে কোমর বাঁধে ,হবে সফল ,
সে খামার ভরে, মরশুমী ফসল ।
স্বার্থে পোক্ত জেলে- খুব খাটে -
তার ভালে অমাপা মৎস জোটে !


জনতন্ত্র জনতার এক মহাসাগর ,
নেতার ডাকে হতাশ খবরা খবর ।
ব্যবস্থায় অসাধ্য, রূপের ব্যতিক্রম ,
একই ধারায়, নেতার কার্যক্রম ।


(ইং-১৬-০২-২০১৮)