জননীর কোলে প্রথম শিশু
সাতরাজার ধন, এক মানিক
চোখের তারা প্রাণের প্রাণ
তাকে ঘিরে স্বপ্ন আসমান ,
কুল-প্রদীপ, বাড়াবে বংশ মান ।


জন্মাবধি তার হাসি মুখটি
কেহ দেখে নি কালে !
ডাক্তার কবিরাজ দেখানো সারা
তাবিজ-মাদুলি , শোভে গলে
হ’ল তুকতাক, বদ্যি ফকির ঝাড়া ।


পাসের ডাক্তার বাৎলে দিল
রোগের মূল, অনড় স্বভাব
অপুষ্টি জনিত সব কারণ !
সংসারে আছে ভীষণ অভাব ,
তাই ,হয় না রোগ নিবারণ ।


পুঁজিবাদের লক্ষণ- চরিত্র
অনাচারের জঙ্গল রাজ ,
অশুভ মতি দোষের ছাপ
অত্যাচারের নেইকো মাপ ,
ঔষধ, সাম্যবিচার হবেই কাজ ।


(১৯-১০-২০২০)
কবি, শরীফ নবাব হোসেন  > কাব্য, “কোথায় আমরা আছি দাঁড়িয়ে ?” --(১৯-১০-২০২০) ।
শ্রদ্ধেয় কবির প্রায় সব কাব্য- সমাজ ,দেশ ,মানবের মঙ্গল ভাবনা নিয়ে লেখা পাই । তাঁর কাব্যে মন্তব্য করতে যেয়ে- মুগ্ধ হয়ে- এ কাব্য লেখা । আজ প্রিয়কবির সম্মানে কাব্যটি তাঁর নামে, আসরে উৎসর্গ করা হল ।