প্রাচীন বিরাসত পাই অগাধ
সে রাজকাজের সরল পথ ,
পাদুকা পূজনে মেলে সুখ্যাতি-
বাড়ে ভক্তি শাসকের প্রতি ৷
গাঢ় বিশ্বাসী হয় সে রাজচেলা
রাজদরবারে থাকা সুখে মেলা !


নেই ঝড়-ঝঞ্ঝা, ভয় অহরহঃ ,
নেই কোন রাজদ্বেষ, বিদ্রোহ !
এহেন উপায় ,সুযোগে নেয় -
রাজভক্ত ভোলে না  নিশ্চয় ,
ছেড়েছে দেশ, তারা ইংরেজ -
পাদুকা পূজন, তবু সতেজ !


শাসনের রন্ধ্রে-রন্ধ্রে, আত্মায় -
সুবাসে আভাস- পাদুকা পূজায় !
আজ কত উন্নত এ হেন ভাবনায় ,
গ্রথিত, সু-স্থিত, দেশমজ্জায় !
লাভের সংস্কারে স্বার্থের জোরে ,
দেশের আবহাওয়া আছে ভরে ৷
নেই, হা-হুতাশ বিরোধ বিদ্বেষ-
সুখে-মজায়, ওরা আছেন বেশ ৷


(ইং-২৭-১০-২০১৭)