স্বাধীন দেশ চুয়াত্তর বর্ষ হ’ল পালন
যে আসে বাজেট বাড়ায় ‘গরীবি উন্মূলন’
  মন্ত্রীর দরবারে কেন রাখ না খোঁজ ?
পালন হবে সে উপলক্ষ্যে মস্তবড়ো ভোজ ,
    সবাই এসেছে গণ্যমান্য অতিথি
কিছু বিনবুলায়ে আসে অনাহারী-অতি ।
   ভোজ দ্বারে একত্র সমবেত দূরে -
শূন্য হাতে দাঁড়িয়ে তারা অতি ভোরে ।


  দুপুর গড়িয়ে বিকাল খাবার সময়
মন্ত্রীর রম্য গাড়ী উদয় সে রাস্তায় হয় ।
  সন্ত্রীরা কুকুর লেলিয়ে সব ভাগায়
সাংবাদিক তারা এ কাজে দয়া দেখায় ।
হাড় পাঁজরের ফটো নেয় ক্যামেরায়
এত-তাচ্ছিল্যের কারণ জানতে চায় ।
গরীব বলে, শুনছি ‘গরীব উন্মূলন’
তাই তো এসেছি হেথা পাব কিছু ধন ।


সাংবাদিক ভাবে নেতারা নিজ লাভে
মানুষ ঠকিয়ে চিরদিন রাজ করে যাবে ,
  মুখে শ্লোগান দেয় “গরিবী হটাও”
ফাঁক তালে কাজ সারে “গরীব ঠেঙাও”
  প্রতিবার বাজেটে পয়সা করে বরাদ্দ
জানি না, কার কাজে আসে- অর্থের শ্রাদ্ধ ।


(২২-০৫-২০২২)