গলা আছে যার, মুল্লুক যেন তার
আশা, চমৎকার হোক গলা নেতার !
তিনি গুণী, আওয়াজ যদি ভরপুর
আরো যদি হয়, জোর ধরে সুর ।


সাধারণ অবলা সেও হয় সবলা
কাজে যদি থাকে তার ছাড়া গলা ,
শব্দে সম্মুখে সব করে লোপাট -
হাক-ডাকে খুলে যায় হৃদয়-কপাট ।
প্রচারে গলা মস্তবড়ো দৌলত ,
গলার জোরে বাড়ে মত্- প্রতিশত্ ।


গলারে আদর করে সংসারে
যেমন জড়িয়ে কলসীর গলা ,
পুকুর-নদী-ঘাটে, তাকে নিয়ে চলা ।
যখন কলসীতে জল ভরে  
গলঃকন্ঠে সুরধ্বনি- মনকাড়ে ।


এককলসী জল ,শক্ত তলা চাই ,
ভঙ্গুর তল হলে- সব হয় ছাই !
খুঁটি পেয়ে মস্ত, পাঁঠা লাফে মত্ত
প্রশংসায় অসীমিত তার ভক্ত ।
তলা যদি হয় সেথা- পাকাপোক্ত ,
সে, এই জগতে গলায়-তলায় উপযুক্ত ।


(০২-০৩-২০২১)