পতঙ্গরা রঙ্গে ধায়- উজ্জ্বল আলোয়
তারাও বাঁচতে চায় সুখে ভালোয় ,
রংচং-এ দিগভ্রমিত মাত্র তাই ,
নিয়তির খেলায়, দুর্গতির সীমা নাই ।
পোকারে করি অবহেলা, না তোয়াক্কা ,
বলেবসি ওরা ভীষণ.... বোকা !
প্রকৃত কাজে এমনটা নয় ?
সংসারে অনেক ধুরন্ধর দেখা যায়  
তারাও ফাঁদে পড়ে, কুলায় না যোগ্যতায় ।


যার সবকিছু অনুকূল, সে অট্টহাসে ,
তার অজানা , বাসমতি চাল উগাতে
চাষীর কত যে কষ্ট হয়- তার চাষে ।
শ্রমিক ,চাষী, খেটে খাওয়া মানুষ
ফাঁদ থেকে পায় না মুক্তি ,
যারা করে ক্ষীর সাগরে ডুবোডুবি
মুখে সোচ্চার ,রকমারি উপদেশ যুক্তি ,
তারা সব তুচ্ছ ভাবে, বিপদ-আপদ- কষ্ট
তার-ই পাতা ফাঁদ নিয়ে,-জগতে খুব তুষ্ট ।


(২৯-১০-২০২০)