বিজ্ঞান এনেছে এক নয়াজমানা- হাল
কালের সিংহভাগ সে-তো ধর্মজাল ,
বাঁচার আচার-আচরণ নিয়ে ন্যাস্ত ভাল্
দেখি না রপ্তকাল, বিজ্ঞান মহত্ত্ব তাল ।


অতীতে, অগতির গতি ছিল- আস্থা-
তাকে নিয়ে অধুরা, শুদ্ধ আলোর ব্যবস্থা ,
যতদিন স্বয়ং না বুঝিবে, দামী কিবা সস্তা-
কালে ,ধরারয় সব অর্থ ,জ্ঞান ,বস্তা-বস্তা ।


প্রভাতে পূর্বদিশা, কেন হয় লাল ,
দরিদ্র্যের কেন ফেরে না কপাল ?
কত সাধু ছলে খায় -পরের মধু -
অনেকে ভেবে বসে এ মায়া ঈশ্বরজাদু ।
যখন পড়ে দেশে ঘোর আকাল
তখনও নৈবচঃ- বিজ্ঞানের খেয়াল !


(০২-০১-২০২১)
বিশ্বাসজাল > বিশ্বাসে মোড়া ।
ভাল্ > কপাল । আলোর ব্যবস্থা > বিজ্ঞানের জ্ঞান । নৈবচঃ > অবোঝা, কোন উপায় নেই ।