ঘোলা জলে ঘুরে-ঘুরে
চোখ দু’টি হয় লাল ,
যেদিক চলি গলায় ফাঁসে
পাতা অদৃশ্য জাল !


কানামাছি ঘুরছি ঘোরে
পরিত্রাণ যদি পাই ,
সুখরে খুঁজি জীবনভর
তার সন্ধান নাই !


আশার জ্যোতি, ম্লান আলোয়
ওপারে সুখ-নড়ে ,
হাঁপসি কাটি ভুখা পেটে
ঘূর্ণি জলে পড়ে ।


সুখেরা সব সুদূরে বসে
মিটি-মিটি হাসে ,
আশার যোগান দেয় না তারা
পাই না তারে পাশে ।


(ইং-০৬-০৫-২০১৯)