জ্বালা ! এক নয়, হাজারোশত রূপে সবি
যেদিকে তাকাও, ভরা অভাবী আর অভাবী ।
বেকার জ্বালা ,সুমিষ্ট স্বাদে গলে না মন ,
খরস্রোতা- অশুভ ভাবনারা বহে অনুক্ষণ।
অহিল্যা পাষাণী ,এক মস্ত অভিশাপ, বেকারী !
যাঁরা জানেন নিরাকরণে মন্ত্র-উপায়  
চান না সমস্যা দূরিভূত হোক সরাসরি ,
সময় কোথায় ? তাঁরা আরাম কেদারায় -
হাতে ক্ষমতা পেয়ে, বিরাজে
নিজ, ছা-বাচ্চার উন্নতির ধান্ধায় ।


সাপের বিষ , বাঁচা আর মরা, ক্ষণকাল জ্বালা ,
সব রকম জীবনজ্বালা বেকারীতে মেলে মেলা ।
যাঁরা পড়েছে এর কবলে কুক্ষণে ,
বেকারত্বজ্বালা ভোগে প্রতিদিন তীব্র দংশনে ।
এমনকি জ্বালাধরা কাল, আহার-বিহার
প্রতিপল জাগরণে- শয়নে -স্বপনে, তার ।


(১৮-১১-২০২০)
কাব্য, “টক বা ঝাল” প্রণব লাল মজুমদার (১৮-১১-২০২০)
শ্রদ্ধেয় কবির প্রায় সব কাব্য- সমাজ ,দেশ ,মানবের মঙ্গল ভাবনা নিয়ে লেখা পাই । তাঁর কাব্যে মন্তব্য করতে যেয়ে- মুগ্ধ হয়ে- এ কাব্য লেখা । আজ প্রিয়কবির সম্মানে কাব্যটি তাঁর নামে, আসরে উৎসর্গ করা ।