কদর্যকর্ম দেশে সংঘটিত মহা
ভোটক্ষমতা সুদিনের -সুরাহা
নিজ জ্ঞানবুদ্ধিতে নেই যতন ,
ভাবি এবার আনব পরিবর্তন ।


জ্ঞানগরিমায় কাজে যা’-মান্যে
মত্ দিব উপযুক্ত ভোটচিহ্নে ,
জীবন যন্ত্রণায় শিক্ষার জ্ঞান
এবার ভোটদানে সচেষ্ট ধ্যান ।


নানা লোকের নানা পরামর্শ
কানে কোন কথা করে না স্পর্শ
দৃঢ়চেতা মন, প্রতিজ্ঞায় অটল
হৃদয় সাফ, অপকথার না দখল ।


বুঝেছি- ফুল, হাত, মূল ,তারা
কোনটা এবার কাজের না তারা ,
তুব হতভম্ব শুনে হাকডাক
শেষে ছাপ্পা মারি, চিহ্ন জয়ঢাক !


(০৪-০৪-২০২১)
সুরাহা > ভাল পথ ,
হৃদয় সাফ > মন পরিষ্কার .
তারা > নক্ষত্র ,