জন্মেই সে জ্ঞান, ভিতরে ঘর
সত্যের জোরে চলে এ সংসার ,
পরদাদা, ঠাকুরদা, শিক্ষায় বলে ,
চলিও সত্য চালে- বাঁচতে হলে ।


বড়ো কঠিন কাজ, সত্য বলা
আরো, হজমেও-বেশ জ্বালা ।
ভাল তরে উপদেশ যদি বলা -
কপালে ঘনায় মরণ খেলা ।


কুপথ দেখালে, ‘হিরো’ সমান
বাড়ে আয়ু , প্রতিপত্তি ও মান ।
ঘিরে থাকা যায় মলয় পবন
সিন্দুক ভরে, হীরে-কাঞ্চন ।


সক্রেটিস তিনি সত্যের জনক
তাঁর ভাগ্যে জোটে হেমলক্ !
সত্যের জন্য ক্রুশে বিদ্ধ -
যীশুর ত্যাগে বিশ্ব স্তব্ধ ।


(ইং-০৯-০৫-২০২০)