কাঁথা বলে, ঠাকুমা !
বেজায় সুঁই ফোটাও
আমার গায়ে প্রতি বছর
পুরানো আরো জড়াও ।
ঠাকুমা বলে ,ওরে বাছা ,
শক্ত করি তোকে
তাই তো তুই আদর পাস
প্রতি পৌষ মাঘে ।


লোহা বলে, কামার ভাই !
কেন এতো পিটাও ,
হাঁপরের গরম ,সেঁক খুব
আসল রূপটি মিটাও ।
কামার বলে, ওরে ভাই !
গড়ি তোকে ইস্পাত ,
হবি শক্ত আর ধারদার
ভয়ে জব্দ বজ্জাৎ ।


ব্যাঙ্ক বলে, চাষী ভাই !
আমরা কোথা যাই ,
স্বাবলম্বী-শক্ত হতে
চাষকাজে দেই উধার ,
ঋতু যায়, বছর যায়-
ফেরৎ আসে না আর !


(ইং-১৬-০১-২০২০)