হেরিলে মা! লৌহ শৃঙ্খলে আবদ্ধ ,
প্রতিবাদ-কন্ঠরা, রুগ্ন যেন রুদ্ধ !
অলসতা- জড়তা, তুচ্ছ করে তায় ,
জাগো উজ্জ্বল রূপে রবির মহিমায় !
বাজালে রুদ্রবীণা,তমস্-ঘন প্রভাতে ,
সে ঝঞ্ঝাঝড়ে ! ঊনবিংশ শতাব্দীতে ।


দূর করে বদ্ধ-হতাশা, দিলে আলো ,
সে প্রেম-প্রীতির, জ্ঞান-দীপ জ্বালো ।
অজস্র নিপীড়িতদের যোগাও আশা ,
সে মূক বধিরে দানিলে জীবন-ভাষা !


সে পাখীর কূজন, সুর-তানে ভরে -
কত যে ভরালে মন, আপন করে !
রুদ্রবীণার রুদ্ররাগে গাহিলে গান -
নব জাগরণে জাগাও মুমূর্ষুর প্রাণ !
একদা কাব্য,গানে, মাতালে ভূবন ,
প্রেমে করো মন জয় , নিজ-আপন ।


আজ দেখি হে, শ্রদ্ধেয় ! মহাপ্রয়াণ ,
তায়, আঁখিধারা বহে এ বাইশে শ্রাবণ !


(ইং-০৭-০৮-২০১৮)
বাইশে শ্রবণে মহাপ্রয়াণ । শ্রদ্ধেয় বিশ্বকবি, কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ।