ঝরঝর- ঝরে বাদল তারা
শূণ্য আজি যে আনন্দ ধারা ,
ভবেতে যাঁর ছিল সংসার
শুধুই -শুধু, ভরা মানবতার ;
আনন্দের উপকরণ সর্বদিক
দিশা দানেন পাথেয় সঠিক ,
কাব্য-গীত-নাটকে, সমাহার -
মাতিয়ে রাখতেন অষ্টপ্রহর ।


শিশুর শেখার সহজ পাঠ
কবিগুরুর অবদান পরিপাট ,
জাতিকে করেছেন তেজদীপ্ত
বাংলার গৌরব, জগৎ খ্যাত ।
বাইশে শ্রাবণে, ক্রন্দনে পরাণ -
আঁখিজল ঝরে, রবীর মহাপ্রয়াণ ।


(ইং-০৬-০৮-২০১৯)
*- ২২-শে শ্রাবণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই ।