একই শাখার দু’টি পাত
দুইরথী, নাগনাথ আর সাপনাথ ।
যতোই ঠুঁকুক না কেন তাল
অন্তরে ভরা শুদ্ধ পুঁজির চাল ।


তার গণ্ডিতে রাখেনি ছিদ্র ফাঁটল
কালে রেহাই নাই নাগের ছোবল ,
শেষ কালে যদি চাওয়া হয় জল
উপায় বিহীন, নাথই একমাত্র সম্বল ।
চেষ্টায় যতোই করো মুক্তিতে মন
কেন দেখ না শিয়রে সমন !


ওরা বোঝে সূক্ষ্ম জনভাবনা
উৎকৃষ্ট ছলচাতুরী খুব জানা ,
জনতারে খোয়াড়ে নাগপাশে বেঁধে -
দুই নাথ সুখে গায়,- রাধে ! রাধে !


(০৩-০৩-২০২১)
পাত > পত্র > পাতা ।
শিয়রে সমন > সমুহ বিপদ ।
কাব্য সার > বাংলার ভোট ।