আমি চাই, কবিতায়, শুরু, সুপ্রভাত ,
দেখি, রাইফেলের ট্রীগারে তব হাত !
আমি বলিতে চাই, ছন্দে, কাব্য-বাক -
তুমি, বারুদের ধমাকায় কর হতবাক !
আমি চাই, দোদুল নৃত্যের নূপুর ধ্বনি ,
তুমি লহরাও তোমার প্রিয়, খঞ্জরখানি !


আমি চাই, উন্মুক্ত, তরু-ছায়া-শীতল -
তুমি বিছাও, মারণ ফাঁদ, সমগ্র অঞ্চল !
হেথা সোহাগে ভরা আবেদন , মম হৃদয় ,
ক্রন্দন আর বিষাদে বাঁচা , তব আশায় !
চাই ,প্রকাশমান ভবিষ্যৎ ,অগ্র শতাব্দি ,
তব বাঞ্ছা, নিঃশেষিতে সবি, আজ অব্দি !
চাই, চন্দ্র সূর্য নিহারীকা ,আলোকোজ্জ্বল ,
তুমি চাও, ঘনমসী ঢাকা ,সমগ্র ধরাতল !


তুমি কী ভাব ? বিশ্বমানব তব বন্ধু !
যদিও অতি ক্ষুদ্র, তুমি, মাত্র বিন্দু !


(ইং-১০-১২-২০১৭)
হিন্দী শব্দ লহরানা> লহরাও> উপরে তুলে হেলাও ।
( দুই ধারা > এক সমাজ গতি ধারা, এক বিপরীত ধারা)