আমরা জানি, ধন্যবাদ আর এক- অপবাদ ,
          ধন্যবাদে উদ্বেলিত মন
          অপবাদে, বৃদ্ধি- চিন্তন ,
মনুষ্য মস্তিষ্কে তবু সম্যক জ্ঞান, সংবাদ ।


জগতে দু’টোবাদ, সাম্যবাদ আর পুঁজিবাদ ,
           দুই মেরুর- দু’দিক ,
          কোনটা কাজে সঠিক ?
উভয়ে প্রতিষ্ঠায়, তর্কে ঊর্বর নীতি আবাদ ।


পুঁজিবাদ নির্মম, মানবিক গুণ দু’পায়ে দলে-
           জঘন্য মুনাফার চরিত্র
           শোষণ ধারা অবিরত ,
ধনীর রূপশ্রীর বাড়-বাড়ন্ত পুরোদমে চলে ।


জনতার দুর্বলতার সে সুযোগ সঙ্গ করে ,
        পুঁজিবাদ বৃদ্ধির পথ- সুগম
        দুর্বলের শোষণ, ক্ষত-জখম ,
সর্বহারার জীবন কাটে অভাবী রূপ ধরে ।


পুঁজিবাদ মাকাল ফল, লকলকে মনোরম ,
          আপাততঃ স্বাদ মধুর
         আত্মভোলা সহজে ফতুর ,
মনোমুগ্ধকর আচরণ ,অধর্মের ধরম-করম ।


চোরকে ধরতে হ’লে পিছে দৌঁড়াতে হয় ,
          খানা-খন্দ পার করে
          আঁকা-বাঁকা পথ ধরে-
হয় স্বাধিকার রক্ষা আর পাওয়া যায় জয় ।


অসম বন্টনে চতুর ফেঁপে ফুলে কলাগাছ !
        অসৎ ওঠে অর্থের চূড়ায়
       দুঃখী কাঁদে অভাব জ্বালায় -
ক্রান্তি ছাড়া এর নেই, চিকিৎসা বা ইলাজ ।


(ইং-০১-০৮-২০২০)
হিন্দী শব্দ, ইলাজ > চিকিৎসা , রোগ নিরাময়ের উপায় ।