দু’টি কথা, উত্থান, পতন । কোনটা রতন ?
বুঝিতে মন, হতবাক-স্থির ! উড়ো পবন ।
ঘোলাটে দুনিয়া, নয় স্বচ্ছ দৃশ্য আরশি
সকাল গড়িয়ে বিকাল, সব খবর বাসী ।


তেজ খরতর ঝড়-গতি, সম্মুখে ধায় ,
কি রেখে কি নেব ,আসে না মাথায় ।
সর্বদা মন চায় আকাশ ছুঁতে- একদিন
শুধু রাতে স্বপ্ন দেখে দেখে দেহমন ক্ষীণ ।


যোগাড়-যন্ত্র ছড়িয়ে ছিটিয়ে ,ভরে সর্বত্র
হয়ে ওঠে নি নিজ যোগ্যতায় ভরা পাত্র ।
পর ভরসার আছে সীমা, পূরিতে মনঃআশা ,
নয় নির্ভর সর্বকাজে, তাকে ভালোবাসা ।


সুস্থ্য সব অঙ্গ-প্রত্যঙ্গ তবু আশা কেন ভঙ্গ ,
আলেয়া, গোলকধাঁধাঁ, দেখায় কত না রঙ্গ ।
কষ্টরা কেবলি কাছে ডাকে, পেতে উত্থান
কানে কয় । কাজে ধর বাজী, সে প্রিয় জান ।


(ইং-১০-১০-২০১৯)