ধর্মটা কী ? এক ছাতা ।
যিনি কারিগর, আদির বিচরক
করেন অঙ্কন- জীবে আশ্রয় দানে ,
সকল তরে পরিধি রাখেন ব্যাপক ।
জীবনের তীব্র দুঃখ বরিষণ ধারায়
নিপীড়িত, নিঃস্ব, কোথা যাবে সে অসহায় ?
তিনি কথাটা চিন্তায় রেখে বারবার
দেন ব্যবস্থা, ছাতার নীচে স্থান যেন সবার ।
কল্পনার জালে পরালেন সেথায় জামা
ভালমনে রং-রূপ সব নিজের খেয়ালে
সে নূতন কারিগর নিজ মহিমায়
হাতে ছাতার ডাণ্ডা ধরিতে সুবিধায়
রূপ, বাঁকা আকৃতিটা দেন আদিকালে ।


পর কালে স্বার্থচেতা গুরু আসেন সজাগ
নানা রকম আপত্তি উঠায় ,জনতা নির্বাক ,
না ? ছাতার হবে ভিন্ন রং , অন্য রঙে ধন্য
ছাতার লাঠি সোজা,- ঘুরপ্যাঁচে না মান্য ।


আদিগুরুর ধর্মে পড়ে আকাশ ভাঙা বাজ
সৃষ্টি হল ধর্মে মাতম মহাসঙ্কট রাজ ।
এমনি করে নূতন নূতন হাজার পথের সাজ !
ভুগছে যেয়ে মনুষেরা মুক্ত সংসার আজ ।


(ইং-২৯-১২-২০১৯)