সুবোধ মানুষ, কি-বা বলি তারে ,
আজ ঘোলা জলে সমাজ ভরে
জীব শ্রেষ্ঠ মানব স্বভাবে বিজ্ঞ ,
দূষিত দূরিতে করে কত যজ্ঞ ।
কাঠ-খড় পোড়ায়, কত উপসনা
দোষ কার ? বলা যাবে না !
যদিও কারণ, নাড়ি-নক্ষত্র জানা ,
কেহ আপন আহুতি- চায় না ।


দস্যুদাদা তার ভয়ে সবে কাঠ
উপকারীর বন্ধ তার মুখ-কপাট
সেও শঙ্কায় আজ ধীর-স্থির
অগত্যা চলন, নতঃ করে শির ।


যমের সামনে চলে না দম
মানুষ তটস্থ থাকে ভয়ে হরদম ,
বাঁধতে বিড়ালের গলায় ঘন্টা ,
ইঁদুর অকর্মণ্য, তার ভয়ার্ত মনটা ।


(২৩-০৭-২০২১)