প্রায় দু’হাজার তিনশত বর্ষ পূর্বে
সে দিন এখনো স্মরণ করি গর্বে ,
‘চণ্ড অশোক’ থেকে ‘সম্রাট অশোক’
রূপান্তরের কারণ , নিবারণে তাপ-শোক ।
নির্মমতার সে এক বিভৎস কলিঙ্গ যুদ্ধ
মহাপ্রতাপী অশোক শোকে হন স্তব্ধ !
সংযোগে, সহায় হয় অভাবিত প্রতিফল
অশোক হন মানব সেবার কার্যে সফল ।


আজ সাধনে বিজ্ঞান গুণে ,প্রদীপ্ত ঔজ্জ্বল্যে
জ্ঞানে ব্রহ্মাণ্ড আলোকিত সারা অঞ্চলে ,
যাঁরা মাত্র সেদিন উন্নতি করে-দম্ভ ভরে
একবারও মননে দেখে না পেছন ফিরে ,
কথায় কথায় আজ সামান্য কারণে
বিধ্বংসী মারণাস্ত্রে উপনীত হয় রণে ।


অশোক তাঁর গুণ-কর্ম মানবতায়
কেন শান্তির পথে পা বাড়ায় ?
ভাবা যায় না, সে সময়ের কথা -
মানবতার জ্ঞানে তাঁর ছিল দৃঢ় স্থিরতা ,
সে অশোক , মেনে তাঁর ভুল ভ্রান্তি
ফিরিয়ে আনেন চিরতরে দেশে শান্তি ।


(ইং-০৮-০৬-২০২০)
সম্রাট অশোকের জন্ম ৩০৪- BC আর মৃত্যু ২৩২- BC পাটুলিপুত্র ।