ধাবমান সংসারে ভরা গুণে তম ,
যুগে-যুগে গ্লানি, নদীধারা সম ।
সভ্যতা ধ্বংসের সে অশুভ কৃষ্টি ,
মানুষ দ্বারা, জানা-অজানা, সৃষ্টি !


দুর্গুণ তারা- ফাঁক খোঁজে প্রবল ,
সত্যরে রুখিতে ধরে কৌশল ।
দুরাচারের ঝড় ,শান্তির পরাজয়-
প্রতিকারে গড়ে অজস্র ন্যায়ালয় ।


ফাঁদে, ন্যায় সে কাঁদে,-চক্রব্যুহে ,
ন্যায়ালয় চলে তালবেতাল লয়ে ;
আপ্রাণ চেষ্টায় বিজ্ঞ ন্যায়বিদ ,
সততায় পথ খোঁজে দিগবিদিক ।


উৎসের দায়িত্বের পালক যাঁরা
প্রকৃত স্বধর্ম করে অমান্য তাঁরা ,
যোগ্য লোকের সংকট প্রবল -
সমাজের গতি গভীর- অতল !


(ইং-২৪-১১-২০১৮)