জলজীব পায় না সুষ্ঠু জীবন
যদি হয় জল ঘোলা
স্ব-ভরসায় তারা বাঁচতে চায়
পরিষ্কার জলে খোলামেলা ।


ঘোলার আছে অনেক কারণ
প্রকৃতি ,নর, আরো পশু
জোয়ার ভাটায় হলেও ঘোলা
বিশেষ ক্ষতি হয় না কিছু ।


মাটির উপর বহে বাতাস
হতে পারে সে দূষিত
এরও অনেক কারণ আছে
চলায় যানবাহন সহস্রশত ।


এ সমাজধামে নীতির জালে
কত যে করে জলঘোলা ,
তাদের কারণে নাজেহাল ধরা
মানুষের বাড়ে জ্বালা ।


(১১-০৭-২০২১)