ভবে কত যে, আসে আর যায় -
তারা দেশহিতে পায় না সময় !


দেখেছে সে ক’টা বছর বা জীবন ,
পলপল তীব্র জ্বালাধরা ছিল সে মন !
মাত্র তেইশে প্রাণ, দেশহিতে গত ,
বুকে রয়ে যায়, পরাধীনতার ক্ষত !
সে বীর শহীদ- ভগত সিং ,
প্রাণপণ লড়ে, পেতে চায় সুদিন ৷


ছিল তাঁর মনের শ্রেষ্ঠতম বাঞ্ছা -
দেশ হোক স্বাধীন, মাত্র আকাঙ্ক্ষা ,
ছিল আরো অদম্য বাসনা তাঁর -
সমতার শাসন, দেশে হবে সাকার ৷
সমাজবাদ, সাম্যবাদ, মুখ্য ধ্যেয় -
প্রবল বাঞ্ছা ! হৃদে ছিল, অপরিমেয় ৷


শাসক সে যদি করে- শোষণ ,
সে যদি ভোগ বিলাসে রত- অণুক্ষণ !
সে যদি রঙের, মোহে হয় কালা !
করিবে না কক্ষনো, স্বদেশ ভলা ৷
শ্বেত- গোরার ধর্ম - অন্যে নেবে -
হয়েও স্বদেশী ! সেই পথে যাবে !


শহীদের ত্যাগ, মহান বলিদান -
তাঁর অরমাণ মোরা করি খান-খান !
হায়রে নিষ্ঠুর ! নীরব মনোপ্রাণ -
আজো অপূর্ণ, তাঁর বাসনার ত্রাণ !
কবে আর ভাবিব দেশকে আপন ,
কবে কাঁদিবে সে ,শহীদ তরে পরাণ ?


(ইং-১৫-০৮-২০১৭)
শহীদ ভকৎ সিংহের জন্ম দিবস ( ইং-২৮-০৯-১৯০৭)
তাঁর স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ৷
অরমাণ  > বাসনা, ইচ্ছা ( হিন্দী শব্দ)